নেতৃত্ব (Leadership)

 

নেতৃত্ব (Leadership):
একজন নেতাই উন্নয়নের পরিচায়ক।নেতা হতেই নেতৃত্বের সৃষ্টি।একজন আদর্শ নেতা এবং তার প্রজ্ঞাধারী নেতৃত্ব জাতির জন্য বিশাল পাথেয় স্বরুপ।নেতা এবং নেতৃত্ব এর ইংরেজি প্রতিশব্দ হলো Leader এবং Leadership।Leadership হলো Leader এর মূল কাজ।যার অবস্থান অত্যন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।যেমন:

Leadership =নেতৃত্ব
|
Leading =নেতৃত্বকর/পথ প্রদর্শন
|
Leader =নেতা
|
Lead = অগ্রেপথ দেখানো
|
Lad =অগ্রের বালক

অর্থগতভাবে যিনি অগ্রের পথিক হিসেবে পথ দেখান বা নেতৃত্ব দেন তাকেই নেতা বা Leader বলে। নেতার কতৃত্বময় দায়িত্ববলিই হলো নেতৃত্ব।

“Leadership is the process of incouraging and helping others to work inthusiastically toward objectives”
——Keeth Davis

#নেতৃত্বের ধরন:

আধুনিক যুগের বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে নেতৃত্বের বিভিন্ন ধরন প্রতিফলিত হচ্ছে।তবে ৩ ধরনের নেতৃত্বই সাধারণ দেখা যায়।যথা:
১/ক্যারিজম্যাটিক নেতৃত্ব :
জন্মগতভাবে যেসব গুনাবলি নিয়ে একজন নেতা জন্মায় ।
২/আনুষ্ঠানিক নেতা:
বংশপরম্পরায় যাদের উপর নেতৃত্বের দায়িত্ব থাকে।
৩/কার্যকারিক নেতা:
সংগঠনের প্রয়োজনে,দেশের প্রয়োজনে,কাজের প্রয়োজনে জনগণ কতৃক নির্বাচিত নেতা।

#নেতার বৈশিষ্ট্য :
১/হাসিখুশি ভাব
২/কর্মমুখরতা
৩/সাহসিকতা
৪/ভালোবক্তা
৫/বহির্মুখী ব্যক্তিত্ব
৬/স্বপ্ন দেখতে শেখানো
৭/গণতান্ত্রিক মনোভাব
৮/অল্পতে রেগে না যাওয়া
৯/বিশ্লেষনী বুদ্ধি
১০/সঠিক সিদ্ধান্তের ক্ষমতা
১১/দূরদর্শিতা।
——-(গুনাবলি রেফারেন্স: প্রথম আলো দৈনিক পত্রিকা)

Leave a Reply