Economic System

Prepared by: Delowar Hossain from CU.

বর্তমানে বহুলাংশে অর্থনৈতিক সংঘটন ও প্রতিষ্ঠান সমূহের দ্বারা সমাজবদ্ধ মানুষের পারস্পরিক আচার আচরণ ও সম্পর্ক নিয়ন্ত্রিত হয়।আদিম।সমাজের অর্থব্যবস্থাকে বুঝতে গিয়ে সমাজ বিজ্ঞানী Minoo Massani তাঁর “Dur Growing Human Family” গ্রন্থে বলেন, “Life was either a feast or fast.”

অর্থাৎ আদিম সমাজের আর্থিক জীবন ছিল From hand to mouth.

Economic System: নৃ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা হিসেবে অর্থনৈতিক নৃ বিজ্ঞানের আবির্ভাব মূলত বিশ শতকের তিন ও চার দশকে।নৃ বিজ্ঞানে অর্থনৈতিক জীবন যাত্রার গুরুত্বের কথা প্রথম বিস্তৃতভাবে আলোচনা করেন Malenowski তাঁর “ Argoneuts of Western Pacific”(1922) গ্রন্থে।

উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে যে ব্যবস্থা গড়ে উঠেছে এক কথায় তাকেই আমরা অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারি।Halperin (1994) এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “The material means provisioning process in cultural system.”কোনো সংস্কৃতিতে বস্তুগামী যোগানের ব্যবস্থা হলো অর্থনীতি।

নৃ বিজ্ঞানী Richard Wilk (1996) অর্থনৈতিক নৃ বিজ্ঞানের যে সংজ্ঞা প্রদান করেন তা থেকে এই শাখাটির অধ্যয়ন পরিধির ইঙ্গিত মেলে।তাঁর সংজ্ঞায় তিনি বলেন – “অর্থনৈতিক নৃ বিজ্ঞান হলো নৃ বিজ্ঞানের সেই অংশ যেখানে মানুষের প্রাত্যাহিক জীবন ধারনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা ও বিতর্ক চলে।“

“The economic system, which consist of the cultural knowledge people use to provide goods and services to meet biological and social wants.”

-Anthropology Cultural Perspective. David W. Mceurdy,Jems P. Spradley

প্রতিটি সমাজেই ৩ ধরনের মূল অর্থনৈতিক কার্যকলাপ অবশ্যই দেখা যায়।তা হলো-

  • উৎপাদন
  • বন্টন
  • ভোগ

উৎপাদন: “ Production is transformation of raw materials which collect from the nature.”

উৎপাদনের সাথে সম্পর্কিত তিনটি প্রপঞ্চ হলো-

  • উৎপাদনের ধরন
  • উৎপাদনের উপায়
  • উৎপাদনের সম্পর্ক

উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে একটি সামাজিক সম্পর্কের জাল তৈরী হয়।তাই কেবল কাঁচামাল নয় নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে উঠা সামাজিক সম্পর্কগুলো একে বৈশিষ্টপূর্ণ করে তোলে।যে উপায়ে উৎপাদন ব্যবস্থায় শ্রম নিয়োজিত হয় তথা সামাজিক সম্পর্ক ধারা তৈরী হয় তাকে উৎপাদনের ধরণ বা Mode of Production বলে।পশু পালন সমাজে উৎপাদনের ধরনে নিজস্বতা দেখা যায়।

যে রসদ বা দক্ষতাগুলো কাজে লাগিয়ে উৎপাদন হয়ে থাকে সেগুলিকে বলে উৎপাদনের উপায়। উৎপাদনের সমূহ কাজ কোনো একক ব্যক্তি বা গোষ্ঠী ভেদে উৎপাদনের বিভিন্ন পর্যায়ের সাথে ভিন্ন ভিন্ন সম্পর্ক গড়ে উঠে।যেমন -লাঙল করে পুরুষরা। হিন্দু সমাজে মেয়েরা লাঙল ছুতেই পারে না।আবার ফসল রোয়ার কাজ নারী পুরুষ উভয়েই করতে পারে।দক্ষিন ভারতের Toda সমাজে গোয়ালের সমস্ত কাজ,দুধ সংগ্রহ ইত্যাদি করে পুরুষরা।মহিলাদের সেখানে প্রবেশাধিকার নেই।

জমিকে কেন্দ্র করে কৃষি সমাজে দেখি মালিক, ভাগচাষী, মজুর ইত্যাদি শ্রেণির মানুষের মধ্যে বহুবিদ সম্পর্কের সৃষ্টি হয়েছে।এ সমস্তই উৎপাদনের সম্পরকের উদাহরণ।

বন্টন: উৎপাদিত বা প্রকৃতি থেকে প্রাপ্ত সামগ্রী বা পরিসেবা যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের উৎস থেকে উদ্দিষ্ট লক্ষ্যে অর্থাৎ ভোগ্য রূপে গৃহীত হয়।যেখানে সেখানে পৌছায় তাকে বিতরণ বা বন্টন বলে।এর সংজ্ঞা দিতে গিয়ে R.H. Crapo বলেন, “The movement of resources or goods from where they are found or produced to where are ultimately used.”

সরল সমাজ থেকে শুরু করে জটিল শিল্পোন্নত সমাজে বন্টন ব্যবস্থাটি বহু রকমের প্রক্রিয়ার সমাচারে গড়ে উঠছে।

Capital: Capital এমন দ্রব্য যাকে ব্যবহার করে আমরা অন্য দ্রব্য উৎপাদন করি।

Types of primitive ceremony: আমরা পাঁচ ধরনের সম্প্রদায়ের সাথে প্রধাণত পরিচিতযারা বিভিন্ন উপায়ে বা কলাকৌশলে তাদের অর্থ ব্যবস্থা সম্পাদন করেআর সেগুলো হলো-

  • Foragers : যারা ব্যবস্থা করতো Hunting ও Gathering এর মাধ্যমে।
  • Pastoralistic System : যারা সাধারণত Herds Domestic Animal নামে পরিচিত।
  • Horticulturistic System : যারা সাধারণত Shifting এর মাধ্যমে তাদের জীবন ব্যবস্থা পরিচালিত করতো
  • Agricultural System : সাধারণত এর Permanent plot হিসেবে আমরা আখ্যায়িত হতে পারি।
  • Industrial System

Foragers: এরা সাধারণত Hunting ও Gathering এর মাধ্যমে জীবিকা নির্বাহ করতোতাদের Kinship হচ্ছে Consanguinity ও Artificial Relationship. তাদের Population হচ্ছে ১০থেকে ১৮০জনএই অবস্থায় ঘনত্ব খুবই কমএরা সাধারণত স্থায়ী ছিলনাতারা কয়েকবার স্থান পরিবর্তন করতোএই ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট হচ্ছে Water Whole বা Water Source এর কাছাকাছি অবস্থান করত

উদাহরণ স্বরূপ বলতে পারি, G.P. Murduck বলেন,আফ্রিকার বুশম্যান, দক্ষিন পূর্ব এশিয়ার শিকারী সমাজ, ইন্ডিয়ার শিকারী সমাজ,আমেরিকার Eskimo ইত্যাদি সমাজে আমরা দেখতে পাই শিকার ব্যবস্থা, শিকার নানাভাভে করতে পারেকেউ জাল কেউ ফাঁদ ব্যবহার করে পৃথিবীতে জনসংখ্যা যখন ৬মিলিয়ন ছিল তখন ২,৫০,০০০ হলো পশু শিকার

এখানে নেতা  নির্বাচিত হতো যারা শক্তিমান ছিল তারাএরা কয়েকদল হয়ে পশু শিকার করত

সাধারণত অস্ট্রেলিয়ানরা ক্যাঙ্গারু, ইন্ডিয়ানরা মহিষ শিকার করতে আগ্রহী ছিলএস্কিমোরা সীল ও করিবু শিকার করতোএদের এই পশু শিকারের কৌশল ছিল জাল,ফাঁদ,তীরএছাড়া আরো অন্যান্য অনেক ব্যবস্থা তারা গ্রহন করত

এই Froger System এ মাছধরা ছিল অন্যতম শিকারকিন্তু মাছকে তারা Totem মনে করতোতাই অন্যান্য জলজ প্রানী যেমন শামুক,কাঁকড়া ও ঝিনুক ইত্যাদি শিকার করতোব্রিটিশ,কলম্বিয়া ও দক্ষিন আলাস্কায়হায়দাটিলিনগিটজনগোষ্ঠী মাছধরার মাধ্যামে জীবিকা নির্বাহ করতোমাংস শিকারের কাজে তারা বড়শী,জাল,বাঁশ, বেত কাঠ নির্মিত যন্ত্রপাতি ব্যবহার করতোএছাড়া Collecting System ছিল Froger দের আরেক জীবিকা নির্বাহের মাধ্যম

Fragmatic Scene of Frogers : আমরা যদি Frogers দের বাস্তব চিত্র জানতে চাই তাহলে নিম্নের সোসাইটি এর জীবিকা নির্বাহের ধরণ থেকে জানতে পারি

  • মালয় : এরা Poisonder ব্যবহার করে পাখি শিকার করে
  • Grivone Indian : তারা তীর,বর্শা ব্যবহার করে পাখি শিকার করে
  • মাউরি : নিউজিল্যান্ড, তারা ট্র‍্যাক করে পাখি শিকার করে
  • জুহানন : সমাজে তারা Share করেতাই অন্যের ছুড়ি দিয়ে পশু শিকার করলে ধরা হয় শিকারটি ছুরির মালিকের
  • Kung ও বুশম্যান প্রাণি শিকার করার জন্য যে বিষ ব্যবহার করতো প্রাণীকে আস্তে আস্তে মারেযার ফলে কবে কোথায় প্রানিটি মারা গেল তা তাদের জানতে হতো

Forgers কুকুর পোষে শিকার করার জন্যক্যাম্প পাহারা দেওয়ার জন্য যাতে শত্রু এলে জানিয়ে দিতে পারেআবার তারা এটা খেতেও পারেWater Whole Kung দের খুবই সাধারণ এরা ১০৩০জন ১টি গ্রুওএ বসবাস করে১২মাইলের মধ্যে ক্যাম্প তৈরী হয়মূল ক্যাম্প ৬ মাইল তাছাড়া তারা ৫৬বার ক্যাম্প পরিবর্তন করেFroger যারা পশু শিকারের উপর নির্ভর করতো তারা সপ্তাহে ৩দিন শিকার করকে বিপুল পরিমাণ শিকার সংগ্রহ করতে পারতো

  • Owen Valley ক্যালিফোর্নিয়া নদীর ধারে বসবাস করতপ্রায় ৯০বছর তারা একই জায়গায় বসবাস করেছে
  • Kung দের ক্ষেত্রে ভূমির কোনো মূল্য নেই
  • Hadza রা মনে করে ভূমি হলো সৃষ্টিকর্তারশীতকালে তাদের গ্রুপে লোকসংখ্যা কমে যায়গ্রীষ্মকালে বেড়ে যায়
  • Eskimo সমাজে State ব্যবহার করে
  • Mohatative রা গর্ত করে তাদের শিকার করতো
  • Kung সমাজে ছুরি ব্যবহার করতো তারা পশু পাখি শিকার করতেএ সমাজে যদি মতের অমিল হতো অন্য গ্রুপে চলে যেত
  • Zu Honsu দের Water Whole নির্দিষ্ট করা থাকেতারা ১২ মাইল পর্যন্ত বিরাজ করে তারা তাদের শিকারের যন্ত্রপাতি শেয়ার করে ব্যবহার করেতারা বিশেষত ছুরি ব্যবহার করে

সুতরাং বলা যায় Froger দের আর্থিক ব্যবস্থা ছিল Hunting Gathering নির্ভরযা তারা বিভিন্ন কৌশলে করত

Pastoralistic System: এরা Animal Herder নামে পরিচিতসাধারণত এরা শেয়াল,মেষ,ঘোড়া, উট লালন করতএই ব্যবস্থা সম্পর্কে পরিচয় দিতে গিয়ে Haviland তাঁর “Anthropology” গ্রন্থে বলেন, “One of the most sticking examples of human adoptation to the environment is the pastoralistic, who raisen and herds domesticated animal such as cattle,sheep,horse and camel.

এর সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা জানতে পারি এই ব্যবস্থা ছিল পশুপালন নির্ভরসাধারণত

  • এশিয়ার ও মঙ্গোলিয়ায় ঘোড়া পালন করত
  • পূর্ব আফ্রিকার বাসিন্দারা Cattle পালন করত
  • সাউথ ইস্ট উপত্যকায় শেয়াল ও ছাগল পালন করত
  • নর্থ ইস্ট আফ্রিকার বাসিন্দারা Samai Nap পালন করত

এছাড়া এ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো যাযাবর Pastoral এর জন্য ভূমি ও পানি অতি জরুরি তাদের পশু চারণের জন্যতাদের পশু পালনের কারণ-

  • মাংস ও দুধ খাওয়ার জন্য
  • রক্ত খাওয়ার জন্য
  • চামড়া ব্যবহার করার জন্য
  • দুগ্ধ জাতীয় জিনিস তৈরী করার জন্য
  • ভারী জিনিস টানার জন্য
  • নিজেরা চলাচলের জন্য

 

  • চায়নারা তাদের পশু থেকে দুধ জাতীয় কিছু পায় নাতবে মাংস ব্যবহার করে
  • ইস্ট আফ্রিকানরা দুধকে টক করে খায়
  • আফ্রিকার অনেক জায়গায় পশুর পিঠে ভারী বোঝা চাপায় নানিজেরা বহন করে
  • আফ্রিকার Tung রা ঘোড়ার পিঠে চড়ে না
  • Turkar সমাজে ছেলেরা তাদের ভেড়া নিয়ে যেত
  • পশু পালন সমাজে তাদের পশুর প্রতি মালিকানা ছিল
  • মঙ্গোলিয়ার Aadza দের মধ্যে ঘোড়া ও উঠ যানবাহন হিসাবে ব্যবহার করা হয়লোমজাতীয় প্রানীইয়াংপালে দুধের জন্য
  • ভূমির মালিকদের সাথে চুক্তি হতোপ্রতিবছর চুক্তি পরিবর্তন হতো

তাদের অবস্থানের পরিবেশ সম্পর্কে Haviland তাঁর “Anthropolog” গ্রন্থে বলেন,-

“Pastoralism usually and adoptation to heavy grass land,mountains,deserts or other regions not amenable to Horticulture or agriculture. “

সাধারণত এর পর্বত, মরুভূমি,তৃণভূমি বা অন্যান্য জমিতে বাস করেযা Horticulture এর উপযুক্ত নয়

Pastoralist দের দু ভাগে ভাগ করা যায়

.Nomadism

.Transhumance

Nomadism:সাধারণত এই অবস্থায় তাদের পুরো দল পশু নিয়ে অন্য স্থানে যায়সেখানে সব বয়সের সদস্যরা থাকেএরা যাযাবর

. Transhumance:এই অবস্থায় ৬মধ্যম বয়সের শিশুরা পাল নিয়ে যায়ইউরোপ,আফ্রিকা,নর্থ আফ্রিকাতে Transhumance দের দেখা যায়তারা ভেড়া ও ছাগল পালেছেলেরা গবাদি পশুর সঙ্গে যায়বয়স্করা,মেয়েরা,শিশুরা গ্রামে থেকে যায়

Horiculturistic System:এই ব্যবস্থা Shifting Cultivation নামে পরিচিতএই ব্যবস্থার পরিচয় দিতে গিয়ে Beats Hoijer বলেন, -“Horticulture is the term usually applied to cultivation of domesticated plants for food and purpose without the use of plough.”

খাদ্য সামগ্রীর প্রয়োজনে বাড়ির আঙিনায় ও আশেপাশে লাঙল ব্যতিরেকে চাষাবাদ করাকে Horticulture বলেতারা ১০১২হাজার বছর আগে এরা উদ্যান চাষের সাথে ছাগল ও হাঁস পালন করেHorticulture কে পাঁচভাগে ভাগ করা যায়যথা-

  • Cheepting-প্রথমে লতা পুড়িয়ে ফেলা হয়ফলে আগাছা কমে
  • Planting –চারা রোপন করা হয়
  • Weeding –আগাছা পরিষ্কার করা
  • Harvesting
  • Fallow Period

যখন কয়েক বছর চাষাবাদ করার পর জমি ফেলে রাখা হয়, জমির উর্বরতা বৃদ্ধি পাওয়ার জন্য তাইই হলো Fallow Period. সাউথ আফ্রিকার “Kuikuru” রা Fallow Period ব্যবহার করেএকে Seetorical Fallowing বলেঅনেকে মনে করে জমি পরিবর্তন করার সাথে সাথে বাড়ি পরিবর্তিত হয়কিন্তু তা হয় নাKuikuru রা পাহাড়ে ৯০বছর স্থায়ী ছিল

 “Peru” এর “Montana” তে এরা ৩০জনের মত মানুষ আছেতারা জমি পরিবর্তন করার সাথে সাথে বাড়িও পরিবর্তন করেপ্রতি মাইলে ১১০ জন থাকেগ্রামপ্রধান জমি বন্টন করেতবে উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার বাড়েউদাহরণ স্বরূপ বলতে পারি,Raiding Society, Yanomamo Society, Undurucu Society কে Horticulture Society.

Marrin Voorchies(1975) বলেন – “৫১৫টি সোসাইটিতে ৫০শতাংশ মহিলা জমিতে কাজ করেশুধুমাত্র Raiding সোসাইটিতে এরকম দেখা যায়৩৩শতাংশ পুরুষ ও মহিলা,১৭শতাংশ পুরুষ

Nature of Horticulturistic System-

  • সাধারণত এরা ২০বছর আবার কোথাও ৩০বছর পর্যন্ত স্থায়ী হয়
  • তারা যা উৎপাদন করতো তা সবার মাঝে বন্টন করে নিত
  • তারা কেন কোন জমি ব্যবহার করবে তা দলনেতা নির্ধারণ করে দিত
  • এরা চাষের পর ঐ জমি ৩/৪বছর রেখে দিত যাতে পূর্বের উর্বরতা বৃদ্ধি পায়

Technology of Horticulture : এদের যন্ত্রপাতি ছিল Digging stick, He,Domestication of animal,pottery,leather, worki,use of metal care monial object. তারা এসব যন্ত্রপাতি উদ্যান চাষে ব্যবহার করতো

সুতরাং বলা যায়,Horticulture ছিল Shifting Cultivation নির্ভরএবং এটি অর্থব্যবস্থার মোটামুটি উন্নত একটি ব্যবস্থা

Agriculture System:এই কৃষির আগমনের সাথে সাথে যাযাবরের অবসান ঘটেআর এই ব্যবস্তাকে আমরা Parmanent Plot হিসেবে আখ্যায়িত করতে পারিএই ব্যবস্থা আসার পর কৃষি ভূমিতে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয়এই কৃষি ব্যবস্থা সম্পর্কে  Bealr Hoijer বলেন-

“True agriculture involves use of plough and draft animals.”

Nature of Agriculture System:

  • সাধারণত এই ব্যবস্থা একটি স্থায়ী ব্যবস্থা
  • এর ফলে মানুষ একটি সামাজিক ব্যবস্থা পায়
  • তারা সমাজের কর্তা নির্বাচন করত এবং সবাই অনুগত থাকত
  • ভূমি পতিরা খাজনার বিনিময়ে জমি চাষের জন্য দিত
  • ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয়
  • পরামর্শের মাধ্যমে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হত
  • ভুমি বন্টনের সময় কেউ দেরী করে আসলে কম উর্বর জমি পেত

Intensive Agriculture :এখানে জমিতে রাসায়নিক ও জৈবিক সার দিতে হয়সেচের ব্যবস্থাও করতে হয়উদাহরণস্বরূপ বলতে পারি Tonga দের কথাবাংলাদেশ ও ভারতের অনেকপ্রাচীন জায়গায় এদের দেখা যায় ইন্দোনেশিয়ারবালিও ফিলিপাইনেরপেরুএদের মধ্যে এই ব্যবস্থা দেখা যায়

Technology of this system :এরা লাঙল টানতে গরু মহিষ ব্যবহার করতোএবং এই ব্যবস্থার Capital হচ্ছে ট্রাক্টর,পাম্প মেশিন,ওয়াটার পাওয়ার ব্যবহার করত

সুতরাং বলতে পারি যে কৃষি ব্যবস্থা আর্থ সামাজিক ব্যবস্থায় সভ্যতার উৎকর্ষ সাধন করেছে

Industrial System:শিল্পায়নের যুগের অর্থব্যবস্থা কে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলা যাকারন এখানে ব্যক্তির পুঁজিকে সম্বল করে মুনাফা লাভের উদ্দেশ্যে উৎপাদন করা হয়শিল্পায়নের ফলে জনসংখ্যার ঘনত্ব যেভাবে বেড়েছে তা শিল্পায়নের আগে সেভাবে বাড়েনিঅশিল্পায়িত সমাজে যেখানে জন্যসংখ্যার ঘনত্বের জন্য ২৫০ বছর লেগেছে শিল্পায়িত সমাজে সেখানে জনসংখ্যার ঘনত্ব মাত্র ৮০বছর লেগেছেপণ্য উৎপাদনের ক্ষেত্রেও যন্ত্রপাতির প্রযুক্তি গত উন্নয়ন ঘটেযেমন-শিল্পায়নের ফলে ট্রাক্টর মেশিনের মাধ্যমে জমিতে চাষ করা হয়যেখানে অশিল্পায়িত সমাজে গরু ও মহিষ দ্বারা জমিতে হাল চাষ করা হতোতাছাড়া জমিতে বাজার সত্বাধিকার শিল্পায়িত সমাজে লোপ পায়

 

 

Kula Ring:

নৃ বিজ্ঞানী Malennowski মেলানেশিয়া অঞ্চলে নিউগিনির Trobian Island এ প্রচলিত এই প্রথার বিস্তারিত বর্ণনা করেন।এটা একাধারে প্রথা ও স্বতন্ত্র ধরনের লেনদেন।Kula হচ্ছে বৃত্তাকারে সজ্জিত ১৮টি দ্বীপে বসবাসরত গোষ্ঠীর মধ্যে ক্রিয়াশীল ব্যপক একটি লেনদেন।এটি একটি ট্রবিয়ান শব্দ।এই লেনদেন দুই ধরনের বস্তু মুখ্য।যা ভিন্ন  গতিপথে এক দ্বীপ হতে অন্য দ্বীপে ভ্রমণ করে।২টি বস্তু হলো-

১.Soulava: লাল শামুক দিয়ে বানানো বড় কন্ঠ হার যা ঘড়ির কাটার দিকে ঘোরে।

২.Mwqli: সাদা শামুক দিয়ে বানানো বাজুবন্দ যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে।

বাজুবন্দ বড় গোলাকৃতির শামুকের মোটা প্রান্ত কেটে বানানো হয়।এর গায়ের ফুটকি গুলো পালিশ করে তুলে ফেলা হয়।কন্ঠহার বানানো হয় ছোট ছোট লাল শামুক দিয়ে।চকচকে গোলাকার পুঁতি বানিয়ে স্থানীয় সূতায় তা বাঁধা হয়।এর দৈর্ঘ্য মোটামুটি ১মিটার।আর দানাগুলোর ব্যস কয়েক সেন্টিমিটার হয়।যেটা সবচেয়ে বেশি সজ্জিত সেটি স্থানান্তরিত হয় যত্নের সাথে।কারিগর ভালো দ্রব্য গুলোর নামকরণ করেন।সফল বিনিয়োগ কারীরা মর্যাদাসম্পন্ন দ্রব্যের নাম করেন সন্তানের নামে।দ্রব্যটি এই অর্থে ব্যক্তির সাথে তুলনীয় হয়।ক্ষুদ্রগুলো সম্পর্কিত হতে পারে দায়িত্বহীন তরূনদের সাথে।একটি দ্রব্যের সাথে অপরটির পূর্ণ বিনিময় বিয়ের সঙ্গে তুলনা করা হয়।Kula এর সাথে বিয়ের সঙ্গে তুলনার একটি স্বতন্ত্র অর্থ রয়েছে।যেহেতু এই সমাজে কুলা একটি গুরুত্বপূর্ণ উৎপাদনমূলক কর্মকান্ড।কুলার মূখ্য উপাদানের একটা চক্র পুরোপুরি সমাপ্ত হতে কয়েক বছর লেগে যায়।অংশীদার প্রত্যেকটা দ্বীপের প্রত্যেকটা গ্রামের কিছু পুরুষ কুলা চক্রে অংশ নেয়।এরা এই প্রথার শরীকদের কাছ থেকে বাজুবন্দ বা কন্ঠহার গ্রহণ করে।এবং কিছু কাল নিজের কাছে রেখে অন্যের কাছে চালান দেয়।কেউ কোনো বস্তু চিরতরে দখল করে না।Kula Ring ১০বছরের বেশি সময় কেউ রাখলে চক্র ভঙ্গ হয়।Malenowski এর মতে, কুলা বিনিময়ের সন্তুষ্টি ছড়িয়ে আছে তাদের মর্যাদা আর অনুভূতিকে ঘিরে।এবং একে দেখা হয় সমাজ সংহতির একটি প্রক্রিয়া হিসেবে।লেনদেনের সম্পর্কের মধ্য দিয়ে অংশীদার বৃন্দ সামাজিক ভাবে একে অপরের আপন থাকে।ভিন্ন ভিন্ন দ্বীপে পরিবেশ ও উৎপন্ন ভিন্ন।সর্বোপরি Melanowski ও অন্যান্য Substantitive নৃ বিজ্ঞানীদের ব্যবস্থায় কুলার প্রথার গুরত্ব হচ্ছে একটি সমাজের মানুষজের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও মর্যাদাকে ঘিরে।

  • বছরে ২বার Kula Ring পালন করে প্রশান্ত মহাসাগরীয় এই ১৮টি দ্বীপে

 

Leave a Reply