
Hosted By– Bangladesh Innovation Forum
Event Time – Jan 17, 2020 at 9 AM – Jan 18, 2020 at 5 PM
Venue– Krishibid Institutions Bangladesh
Khamar Bari, Dhaka, Bangladesh
Description–
বাংলাদেশ ইনোভেশন ফোরাম আগামী ১৭ ও ১৮ জানুয়ারি, ২০২০ রাজধানীর কেআইবিতে দেশে প্রথমবারের মত নারীদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে Women Empowerment Summit এই দুইদিনের আয়োজনে নারীদের জন্যে থাকছে বিভিন্ন ধরনের ২০ টি সেমিনার, ৪ টি ওয়ার্কশপ, লাইভ ইন্টারভিউ সেশন সহ নানা আয়োজন। উক্ত আয়োজনে ৩০ জন স্পিকার কথা বলবেন এবং ৩০০০ অংশগ্রহনকারী অংশগ্রহন করবেন।
এই আয়োজনকে সফল করার জন্যে সারা বাংলাদেশ থেকে ১০০ জন অর্গানাইজিং ফিমেল ভলান্টিয়ার নেওয়া হবে। ইতিমধ্যে অনেকেই এই সামিটে কাজ করার জন্যে আগ্রহ দেখিয়েছেন তাই আগ্রহীদের নিচের ফর্মটি পুরন করার জন্যে অনুরোধ করা যাচ্ছে পরবর্তীতে একটি সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে ১০০ অর্গানাইজিং ভলান্টিয়ার বাছাই করা হবে।
রেজিস্ট্রেশন এর সময় শেষঃ ২ নভেম্বর, ২০১৯