একীভূত শিক্ষার লক্ষ্যদল(Target group)

প্রশ্ন: একীভূত শিক্ষার লক্ষ্যদল (Target group) বলতে কি বুঝায়? লক্ষ্যদল এর আওতায় কারা রয়েছে?

উত্তর:
একীভূত শিক্ষার লক্ষ্যদল (Target group)

একীভূত শিক্ষার মূল টার্গেটকৃত জনসমষ্টির মধ্যে কোন অভিজাত শ্রেণি বা উচ্চ শ্রেণিভুক্ত পরিবারের সুস্থ স্বাভাবিক শিশু নেই।লক্ষ্যদল বলতে সাধারণত আমরা বুঝি অনগ্রসর এলাকার সকল শিশুকে নির্দিষ্ট একটি লক্ষ্যে শিক্ষার পরিবেশে নিয়ে আসা। আর এই লক্ষ্যদল এর প্রধান ভূমিকা ঐ অঞ্চলে একীভূত শিক্ষা বাস্তবায়ন করা।নিম্নে এই টার্গেট গ্রুপ এর বিশদ আলোচনা তুলে ধরা হলো:

লক্ষ্যদল বলতে ঐ এলাকা অর্থাৎ Catchment area এর সকল শিশুকে বুঝায়, আর যারা স্কুলে পড়াশুনার সামর্থ্য রাখে।আবার অন্যভাবে বলা যায় catchment area এর যে সব শিক্ষার্থীকে স্কুলে আনার ব্যবস্থা করা
যায় তাই হল লক্ষ্যদলের উদ্দেশ্য বা বিষয়বস্তু।

টার্গেট গ্রুপ বা লক্ষ্যদল হিসেবে নিচের উল্লিখিত শশুদেরকে বিবেচনা করা হয় :
১. পথশিশু(Street Child)।

২. উপজাতি শিশু(Tribal Child)।

৩. বস্তিবাসী শিশু (Urban poor child)।

৪. দরিদ্র শিশু(Poor child)।

৫. পশ্চাৎপদ শিশু (Backward Child)।

৬. প্রতিবন্ধী শিশু (Retarded Child)।

৭. অটিস্টিক শিশু(Autistic Child)।

৮. নিম্ন সম্প্রদায়ের শিশু(Sidual Cast Child)।

৯. অপরাধপ্রবন শিশু(Delinquency Child)।

১০. উদ্বাস্তু শিশু (Refugies Child)।

১১. দুর্যোগপ্রবন এলাকার শিশু(Disaster Areas child)।

১২. এতিম শিশু(Orphan child)।

১৩. যৌনকর্মীর সন্তান(Brothel child)।

১৪. সংখ্যালঘু শিশু(Ethnic child)।

১৫. চা বাগানের কর্মীর সন্তান।

Leave a Reply